দেশি হাঁসের এর চাহিদা বরাবরই অন্যরকম। প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠা এইসব হাঁস নিরাপদও বটে। তবে বর্তমানে অনেক জায়গায়ই কিছুটা খোলা মেলা পরিবেশে এই হাঁস পালিত হচ্ছে। কিন্তু আদতে সেগুলোর স্বাদ আসল দেশি হাঁসের মতন হয় না।
দেশি হাঁসের মাংসের উপকারিতা –
১। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা পেশি গঠনে ভূমিকা রাখে।
২। এগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠায় এদের গৃহীত খাবার থাকে সম্পূর্ণ নিরাপদ। ফলে এগুলো গ্রহণে দেহে কোন ক্ষতিকর প্রভাব পরে না।
৩। এগুলোতে চর্বির পরিমাণ কম থাকে এবং মাংসল অংশ বেশি থাকে।
৪। এতে আছে ট্রিপ্টোফ্যান যা স্ট্রেস কমাতে ভূমিকা রাখে।
৫। এর স্যুপ দেহের জন্য বেশ উপকারী।
৬। এটি ফসফরাস সমৃদ্ধ যা হাড় মজবুত করতে সহায়তা করা।
৭। উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শিশুদের জন্য বেশ ভালো।
দেশি হাঁস কেনো নিবেন?
১। সিরাজগঞ্জ থেকে সংগৃহীত। সেখানের গ্রামে পালিত হাঁস সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
২। এদের কোন ধরনের ক্ষতকর ফিড দেওয়া হয় না। এরা প্রকৃতিতে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে। ফলে এদের দেহে কোন ক্ষতিকর উপাদান জমে থাকার সম্ভাবনা থাকে না।
৩। সম্পূর্ণ শরিয়াহ সম্মত উপায়ে অর্থাৎ হালাল ভাবে জবাই করা হয়।
৪। চামড়া সহ প্রসেসিং করে দেওয়া হয়।
৫। প্রতিটি হাঁস হাতে পরিষ্কার করা হয়। আগে নাড়ীভুঁড়ি বের করে ফেলা হয় এরপর পশম ছাড়ানো হয়।
৬। প্রসেসিং করার পর হাঁড় এবং মাংস সহ প্রতিটি হাঁসের ওজন 1000 থেকে 1400gm পর্যন্ত হয়।
Reviews
There are no reviews yet.